বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৬:০২

পল্টন বিএনপি অফিসে মারামারি

পল্টন বিএনপি অফিসে মারামারি

ঢাকা : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ নাসির ও পল্টন থানা যুবদল নেতা খলিলের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে আজ বুধবার। তবে ঘটনা গতকাল থেকে সূত্রপাত। প্রথমে ছাত্রদল নেতা নাসিরের সঙ্গে কথাকাটাকাটি হয় পল্টন থানা যুবদলের খলিলের। এরই মধ্যে হঠাৎ করে টেবিলে রাখা বেসরকারি টেলিভিশন এনটিভির মাইক্রোফোন নাসিরের দিকে সে ছুড়ে মারে। নাসির এর প্রতিবাদ করলে তাকে ঘুষি মারে খলিল। এ সময় পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম পটুসহ বেশ কয়েকজন তাকে থামতে বললেও কথা শুনেননি খলিল। তবে মার খেলেও চুপ ছিলেন ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতা। পরে রুহুল কবির রিজভীর আগমনের মধ্যদিয়ে হাতাহাতির পর্ব শেষ হয়। এ সময় সাংবাদিকরা মাইক্রোফোন দিয়ে মারামারির প্রতিবাদ করলে রিজভী সাংবাদিকদের কাছে স্যরি বলে নিজের কক্ষে চলে যান। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে সামনের দিকের চেয়ারে বসাকে কেন্দ্র করে মহানগর বিএনপি নেতা ফিরোজের ওপর হামলার ঘটনা ঘটে। বুধবার খলিলকে নিবৃত্ত করতে পল্টনের যুবদলের যে কর্মী চেষ্টা চালিয়েছিলেন, তিনিই ফিরোজের ওপর হামলা করেন। ফিরোজকে যিনি হামলা করেছিলেন তার নাম নজরুল ইসলাম বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি নোয়াখালী। তিনি পল্টন থানা যুবদলের সদস্য। স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম পটু ফিরোজের ওপর হামলার সময়ও ছিলেন। পরে রুহুল কবির রিজভী এসে তাদের থামিয়ে দেন। প্রথমে থামলেও পরক্ষণে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় একজন মেঝেতে পড়ে যান। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে