সোমবার, ১৫ জুন, ২০২০, ০৬:২৫:৪০

এবার রাত ৮টার পর বাইরে যাওয়া নিষেধ

এবার রাত ৮টার পর বাইরে যাওয়া নিষেধ

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সং'ক্রমণরো'ধে নতুন নির্দেশনা জা'রি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার এ সং'ক্রান্ত ১৮ দফার একটি নির্দেশনা জা'রি করেছে।

এতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার থেকে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় বেচা-কেনা, কর্মস্থলে যাতায়াত, ওষুধ কেনা, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাতি) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। তবে সর্বাবস্থায় বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনাভাইরাস জনিত রোগ কভিড-১৯ এর বিস্তার রো'ধ এবং প'রিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার ১৫ জুনের পর শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিষেধা'জ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে