ভাগ্নীর যে কাজটি পছন্দ করেন শেখ হাসিনা
ঢাকা : ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী টিউলিপ সিদ্দিক মা হতে যাচ্ছেন। এমন খবর আগেই জানা গেছে।
সম্প্রতি বাংলাদেশে সফরে এসেছেন তিনি। আজ বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে টিউলিপ জানান, তিনি মেয়ের মা হচ্ছেন এবং মেয়েই চান তিনি।
‘লেট'স টক উইথ টিউলিপ সিদ্দীক : রোড টু ওয়েস্টমিনিস্টার’ শিরোনামের অনুষ্ঠানে যোগ দেন টিউলিপ। আজ বিকেলে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ সংলাপের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
সংলাপে নতুন চ্যালেঞ্জ সম্পর্কে টিউলিপ বলেন, আমি যে দল থেকে এমপি হয়েছি, সে দল থেকে এর আগে কোনো নারী এমপি হয়নি।
উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর নাতনি, প্রধানমন্ত্রীর ভাগ্নী হিসেবে নিজের পরিবারের সঙ্গে বাংলাদেশের অন্য পরিবারের কোনো পার্থক্য দেখি না। আপনারা যা করেন, আমরাও তাই করি। রান্না করি, খালা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) রান্না করতে পছন্দ করেন। একই রকমের পরিবার।
আমি ব্যাডমিন্টন খেলি।
সংলাপে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, তরুণ নেতা এবং বিজ্ঞ ব্যক্তিবর্গ।
৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�