বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৯:৩১

এরশাদ-রওশন এরশাদের মজার খেলা!

এরশাদ-রওশন এরশাদের মজার খেলা!

নিউজ ডেস্ক : সংবাদপত্রের সচেতন পাঠক দীর্ঘদিন ধরেই জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ এবং জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদে বিরোধীদলীয় নেতার মজার খেলা দেখে আসছেন। দুজনের অবস্থান দু’মেরুতে। স্বামীর পাল্টা জবাব দিয়ে যাচ্ছেন তারই স্ত্রী। আবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চেয়ে এক পা এগিয়েও কথা বলেন এরশাদ। এ ধরনের একটি ঘটনা ঘটেছে গত রোববার। এ দিন দলীয় এক অনুষ্ঠানে এইচ এম এরশাদ বলেছিলেন, পৌর নির্বাচনের সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। শান্তিপূর্ণ ভোটের আশা নেই। সকাল ৯টার মধ্যেই ভোট শেষ হয়ে যাবে। গত ২২ ডিসেম্বর এক অনুষ্ঠানে রওশন এরশাদকে পাশে রেখেই এরশাদ বলেছিলেন, ইসির মেরুদণ্ড নেই। মন্ত্রী-এমপিদের লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে তারা প্রমাণ করেছেন, সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ। এদিকে বিগত সংসদ ও উপজেলা নির্বাচনে শিথিল সম্পর্কের স্বামী-স্ত্রী পরস্পরবিরোধী কথাই বলছিলেন। তাদের পরস্পরবিরোধী বক্তব্য বেশ মজা করেই পড়েন পাঠকরা। এরশাদের বক্তব্যকে খণ্ডন করে রওশন এরশাদ বলেন, কমিশন সঠিক পথেই আছে। নেতাকর্মীদের চাঙ্গা করতেই এসব বক্তব্য দিতে হচ্ছে দলের চেয়ারম্যানকে। নির্বাচনে জাতীয় পার্টির কোনো নেতার ওপর হামলা হয়নি। নির্বাচন কমিশনি (ইসি) সঠিকভাবেই দায়িত্ব পালন করছে। তবে জাপা নেতারা বলে আসছেন, বিরোধ নয়, কৌশলগত কারণেই এরশাদ ও রওশন এরশাদ প্রায় সব ইস্যুতে বিপরীতমুখী অবস্থান নেন। এরশাদ সরকারের সমালোচনা করে দলের অবস্থান টিকিয়ে রাখার চেষ্টা করছেন। আর রওশন এরশাদ সরকারের সমর্থন করে এরশাদকে নিরাপদ রাখছেন। ঘরের মানুষকে যে নিরাপদে রাখা একজন স্ত্রীর দায়িত্ব, সেই কাজটাই করছেন রওশন এরশাদ। সরকারের সাথে ব্যালেন্স করেই চলছেন তারা। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে