রবিবার, ২১ জুন, ২০২০, ০৬:৪৭:৫২

করোনায় ইমপালস হাসপাতালের ডা. বজলুরের মৃত্যু, আইসিইউতে স্ত্রী

করোনায় ইমপালস হাসপাতালের ডা. বজলুরের মৃত্যু, আইসিইউতে স্ত্রী

ঢাকা : দেশে মহামা'রি করোনা ভাইরাসে আ'ক্রা'ন্তের পাশাপাশি দী'র্ঘ হচ্ছে মৃ'ত্যুর মিছিল। করোনা কালের সম্মুখযো'দ্ধা চিকিৎসকরাও প্রতিনিয়ত করোনার কাছে আ'ত্মসম'র্পণ করে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আরেকজন বরেণ্য চিকিৎসক।

রাজধানীর ইমপালস হাসপাতালের জেনারেল সার্জন ডা. বজলুর রহমান করোনা আ'ক্রা'ন্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০ টায় ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তে'কাল করেন। বিষয়টি ইমপালস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার প্রফেসর ডা. খাদিজা আকতার ঝুমা নি'শ্চিত করেন।

ডা. ঝুমা জানান, গত দুই সপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে ইমপালস হাসপাতালে ভর্তি হন ডা. বজলুর রহমান। গত রাতে তিনি মা'রা যান। করোনা ভাইরাসে ডা. বজলুর রহমানের স্ত্রী সেতারা রহমানও আক্রা'ন্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে