বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১১:৪৮:৪৭

আজ জানাননি, কাল জানাবেন খালেদা

আজ জানাননি, কাল জানাবেন খালেদা

ঢাকা : শেষ হয়ছে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক। বুধবার রাত সাড়ে ৯টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। পৌরসভা নির্বাচনের পর করণীয় ঠিক করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের নিয়ে এ বৈঠক করেন। বৈঠকের বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু জানানো হবে। বৈঠকে বিএনপি নেতাদের মেধ্যে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, কামাল ইবনে ইউসুফ চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল হালিম, এ জেড এম জাহিদ হোসেন, জয়নাল আবেদীন, আবদুল কাইয়ুম উপস্থিত রয়েছেন। দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত রয়েছেন। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে