নির্বাচন খুব একটা সুষ্ঠু হয়নি: এম সাখাওয়াত
ঢাকা: দেশের পৌর নির্বাচন খুব একটা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
নির্বাচনের ফল বিশ্লেষণে তিনি বিবিসিকে বলেন, ‘নির্বাচন কেমন হল তা বলার এখনও সঠিক সময় হয়নি। তবে এখন পর্যন্ত যেটুকু দেখা যায় প্রচুর সহিংসতা, মারামারি হয়েছে, বুথ দখল হয়েছে, ব্যালট পেপার ছিনতাই হয়েছে। সব মিলিয়ে নির্বাচনটি তেমন সুষ্ঠু হয়নি যেমনটি হওয়ার কথা ছিল।’
সাবেক এ নির্বাচন কমিশনার আরও বলেন আওয়ামী লীগ এর সবসময় কোর সাপোর্ট ছিল ৩৩-৩৪ শতাংশ এবং বর্তমান অবস্থায় বলা যায় বিএনপির সেই কোর সাপোর্টও নেই।
নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, কমিশন চেষ্টা করেছে তাদের পূর্ববর্তী অবস্থা থেকে বের হয়ে আসতে কিন্তু সেটা পুরোপুরি পারেনি, কিছু কিছু জায়গায় তাদের আরও কঠোর হওয়া দরকার ছিল কিন্তু তারা সেটা পারেনি।
বেসরকারি ফলাফল সবশেষ পাওয়া পর্যন্ত ২৩৩ টির মধ্যে ১৭৫ টির বেশি পৌরসভায় জয় লাভ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের এগিয়ে থাকতে দেখা যায় যেখানে মূল প্রতিদ্বন্দ্বী দল বিএনপি জয় লাভ ২১ টির মত পৌরসভায়।
বুধবার নির্বাচনের দিন নানা রকমের অনিয়মের অভিযোগে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পরকে দোষারোপ করেছে।
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�