এরশাদের দুর্গে লাঙল পেল ১৭১ ভোট
রংপুর প্রতিনিধি: হুসেইন মুহম্মদ এরশাদের দুর্গখ্যাত বদরগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থী লাতিফুল খাবীর মাত্র ১৭১টি ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন। বুধবার রাতে ভোট গণনা শেষে আওয়ামী লীগ প্রার্থী উত্তম কুমার সাহা ছয় হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক আজিজুল পেয়েছেন পাঁচ হাজার ৯৯৫ ভোট।
আশ্চর্যের বিষয় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কৃষিবিদ লাতিফুল খাবীর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল হাইয়ের চেয়েও কম ভোট পেয়েছেন।
রিটার্নি কর্তকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, এই নির্বাচনে বিএনপির পরিতোষ চক্রবর্তী (ধানের শীষ) ৫৪৫, জাতীয় পার্টির লাতিফুল খাবীর (লাঙ্গল) ১৭১, ইসলামী আন্দোলনের আব্দুল বাকী (হাতপাখা) ২৪২ ও ন্যাশনাল পিপলস পার্টির শামিম আরা বেগম (আম) ৫৭ ভোট পেয়েছেন।
বিএনপির সাবেক সংসদ সদস্য পরিতোষ চক্রবর্তী ফলাফল নিযে কোনো মন্তব্য না করলেও অভিযোগ করেন, ভোটের আগের রাতে সরকার দলীয় প্রার্থী বস্তায় করে টাকা বিলিয়ে ফলাফল তার পক্ষে নেয়ার কারণেই এমনটা হয়েছে।
অন্যদিকে, ফলাফল মেনে নিয়ে জাপা প্রার্থী লাতিফুল খাবীর বলেন, ‘সবই জনগণের ইচ্ছার প্রতিফলন।’
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�