বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৪:২১

সমান ভোট পাওয়ায় পুনঃনির্বাচন

সমান ভোট পাওয়ায় পুনঃনির্বাচন

লক্ষ্মীপুর: এবারের পৌরসভা নির্বাচনে লক্ষীপুর জেলার রামগতি পৌরসভার ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় ওই ওয়ার্ডে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার রাত ৮টার দিকে রিটার্নিং অফিসার এফএম শফী কামাল এ ঘোষণা দেন। রিটার্নিং অফিসার জানান, ১ নম্বর ওয়ার্ডে পাঁচ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে উট পাখি প্রতীকের প্রদীপ কুমার মজুমদার ও পানির বোতল প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন ৫৩৩টি করে ভোট পান। যে কারণে পৌর নির্বাচনী বিধি অনুয়াযী ওই ওয়ার্ডের ফলাফল ঘোষণা না করে পুনঃনির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। পুনঃনির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে