বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৬:৪৬

বই উৎসব উদ্বোধন কাল

বই উৎসব উদ্বোধন কাল

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের বই বিতরনী উৎসবের উদ্বোধন ঘোষণা করেছেন। আগামীকাল শুক্রবার সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বই উৎসব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে গণভবনে পিএসসি-জেএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণের পর বই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। এবছর ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ শিক্ষার্থীর হাতে মোট ৩৩ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৭৬০টি বই বিতরণ করা হবে। বই উৎসব উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় শিক্ষামন্ত্রণালয়ের উদ্যোগে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন করা হবে। উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন শিশু কিশোরদের হাতে বই তুলে দিয়ে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে