বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৬:৪০

সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঢাকা: যুদ্ধাপরাধী মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের পাঁচ বিচারপতি রায়ের নথিতে স্বাক্ষর করার পর তা প্রকাশ করা হয়। আপিল বিভাগের রায়ের প্রায় ১৫ মাস পর এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলো। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আগেই জানিয়েছেন, রায় প্রকাশিত হলে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চেয়ে রিভিউ আবেদন করবে রাষ্ট্রপক্ষ। বিধি অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যেই এই রিভিউ আবেদন করা হবে। উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারিতে সাঈদীকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। সে রায়ে তার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণের আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে দুটি অপরাধে অর্থাৎ ৮ ও ১০নং অভিযোগে সাঈদীকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ মার্চ সাঈদী ও সরকারপক্ষ পৃথক দুটি আপিল আবেদন করে। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড থেকে দণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে