ফল প্রত্যাখ্যান করে যা বললেন মির্জা ফখরুল
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল পৌর নির্বাচনে ভয়ভীতি দেখিয়ে বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে দলটির পক্ষ থেকে তিনি বলেছেন, এই নির্বাচনে ‘সাংবিধানিক দায়িত্ব’ পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই আমরা ইসির পদত্যাগ দাবি করছি।
বৃহস্পতিবার গুলশানে চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘পৌর নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। নির্বাচন কমিশন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেনা মোতায়েনে বিএনপির দাবি মানা হয়নি।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ওপর নির্বাচন চাপিয়ে সরকার একদলীয় শাসন কায়েম করেছে। তাদের অধীনে কোনো দিনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, পৌর নির্বাচনই ফের প্রমাণ করল।’
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�