সন্ধ্যা ৬টার পর ঢাবিতে প্রবেশ করতে পারবে না যারা
ঢাকা: ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বহিরাগত ব্যক্তি ও যানবাহন প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাবি প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানরত আবাসিক অধিবাসীদের আজ রাত ৮টার মধ্যে নিজ নিজ বাসায় প্রবেশ করার অনুরোধ করা হয়েছে।
জননিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে ঢাবি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�