দুই জেলায় নির্বাচনোত্তর সংঘর্ষ, নিহত ২
ঢাকা: কিশোরগঞ্জ ও বরগুনায় পৌরসভা নির্বাচন পরবর্তী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ হয়েছে নেত্রকোনাতেও। এসব ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
বরগুনা সদরে নিহত ব্যক্তি হলেন- নুরুল ইসলাম। তিনি গতকাল বুধবার ভোটের সময় সংঘর্ষে আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার মারা যান।
অন্যদিকে, কিশোরগঞ্জের হোসেনপুরে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যকার সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�