বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ১২:৪২:৪১

বর্তমান সরকার সবচেয়ে বেশি ব্যয় করছে শিক্ষায়: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার সবচেয়ে বেশি ব্যয় করছে শিক্ষায়: প্রধানমন্ত্রী

ঢাকা: মুক্তিযুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশে প্রথম যে সংবিধান প্রণয়ন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সংবিধানে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছিল, তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশি ব্যয় করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণ ও বই উৎসব ঘোষণার পর প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘নতুন বছরে ভর্তিসহ অন্যান্য খরচ রয়েছে। বছরের শুরুতে পিতা-মাতার ওপর যাতে বেশি চাপ না পড়ে সে জন্য বই প্রদানের দায়িত্বটা আওয়ামী লীগ সরকার নিয়েছে।’ ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে