বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০২:১৫:০৬

প্রাথমিকে জিপিএ-৫ দুই লাখ ৭৫ হাজার ৯৮০

প্রাথমিকে জিপিএ-৫ দুই লাখ ৭৫ হাজার ৯৮০

ঢাকা: এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় পাস করেছে ২৭ লাখ ৯৭ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯৮০ জন। বৃহস্পতিবার এ ফল প্রকাশিত হয়েছে। এ বছর পিএসসিতে ২৮ লাখ ৩৯ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ২৭ লাখ ৯৭ হাজার ২৭৪ জন। পাসের হার ৯৮ দশমিক ৫২ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৭৭ হাজার ১৪৬ জন ছাত্র ও ১৫ লাখ ২০ হাজার ১২৮ জন ছাত্রী। ছাত্রীদের পাসের হার ৪৫ দশমিক ৬৬ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ৪ হাজার ৪শ` ১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ২৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সাতটি বিভাগের মধ্যে এবার পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ এবং সর্বোনিম্নে সিলেট। রাজশাহী বিভাগে ৩ লাখ ৩০ হাজার ৫১৮ জনের মধ্যে পাস করেছে ৩২ লাখ ৭২ হাজার ২১৯ জন, পাসের হার ৯৯ ভাগ। খুলনা বিভাগে ২ লাখ ৮২ হাজার ৬৮১ জনের মধ্যে পাস করেছে ২ লাখ ৭৯ হাজার ৭৬৭ জন, পাসের হার ৯৮ দশমিক ৯৭ শতাংশ। ঢাকা বিভাগে ৮ লাখ ৮৫ হাজার ৮ জনের মধ্যে পাস করেছে ৮ লাখ ৭৩ হাজার ৮৭০ জন, পাসের হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৯৪ হাজার ২৪৮ জনের মধ্যে পাস করেছে ৫ লাখ ৮৪ হাজার ৮১২ জন, পাসের হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে