জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশের বিশেষ ইউনিট
ঢাকা: জঙ্গিবাদ মোকাবেলায় ৬০০ পুলিশ সদস্য নিয়ে ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ নামের একটি বিশেষ ইউনিট গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ‘সন্ত্রাস প্রতিরোধ ব্যুরো’ তৈরিতে পুলিশের একটি প্রস্তাব ২০১১ সালের আগস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে এটি ২০১৩ সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রলায় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
‘দ্য কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ এরই মধ্যে সরকার সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। আশা করা হচ্ছে ইউনিট জানুয়ারি মাস থেকে কাজ শুরু করবে।
ঢাকা মহানগরের পুলিশ কর্মকর্তারা এই ইউনিটে কাজ করবেন। এছাড়া গোয়েন্দা পুলিশ এই ইউনিটকে সহায়তা করবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, সাইবার সন্ত্রাস, জঙ্গি অর্থায়ন ও মোবাইল ব্যাকিং সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে এই ইউনিট কাজ করবে।
একজন ডিআইজির নেতৃত্বাধীন ঐ ইউনিটে স্পেশাল উইপন্স অ্যান্ডস ট্যাকটিস (সোয়াত), বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড এই ইউনিটে থাকবে। এছাড়া একজন অতিরিক্ত ডিআইজি, চারজন সহকারী কমিশনার, ১০ জন অতিরিক্ত ডেপুটি কমিশনার ও ২০ জন সহকারী কমিশনার থাকবে। বাকিদের মধ্যে পরিদর্শক, উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও কনস্টেবল থাকবে।
সূত্র: ইত্তেফাক
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�