বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৪:২২:০০

এমন নির্বাচন আগে কখনও হয়নি : হানিফ

এমন  নির্বাচন আগে কখনও হয়নি : হানিফ

নিউজ ডেস্ক : সারাদেশে সদ্য সমাপ্ত পৌরসভার নির্বাচনকে নজীরবিহীন বলে আখ্যায়িত করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এই নির্বাচনের চেয়ে সুষ্ঠু নির্বাচন আগে কখনও বাংলাদেশে অনুষ্ঠিত হয়নি। যা বাংলাদেশের ইতিহাসে নজীবিহীন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সব সময় জনরায়ের উপর শ্রদ্ধাশীল। ফলাফল যাই হোক তা মেনে নিয়েছি এবং সবারই তা মেনে নেয়া উচিত। বৃহস্পতিবার দুপুরে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন উনি নাকি এত খারাপ নির্বাচন আগে কখনও দেখেননি। এখন উনি বাংলাদেশে বসবাস করেন, নাকি আসমানে সেটা নিয়েও প্রশ্ন করা যায়। হানিফ আরো বলেন, বিশেষ করে বিএনপির সময় যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর দিকে তাকালেই বোঝা যাবে।এই নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে। তাদের পরামর্শ দেব আয়নায় নিজেদের মুখ দেখেন। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে