বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৫:১০:০২

‘আর যেন কেউ’

‘আর যেন কেউ’

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। আর তাই দরিদ্রতার কারণে কেউ যেন পড়ালেখা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখছে সরকার। এ জন্য বর্তমান সরকারে শিক্ষার উপর গুরুত্বারোপ করে শিক্ষার উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। বৃহস্পতিবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পিইসি ও জেএসসি পরীক্ষার ফল হস্তান্তর এবং পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী ২০১৬ সালের বই উৎসব কর্মসূচিরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার সুযোগ সৃষ্টিতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। প্রত্যেক ছেলে-মেয়েকেই শিক্ষা নিতে হবে। সে সুযোগ আমরা করে দিচ্ছি। দারিদ্র্যের কারণে কেউ যেন ঝরে না পড়ে। তিনি আরও বলেন, প্রত্যেক স্কুলের নিজস্ব ফান্ড থাকা উচিত। প্রতিটা স্কুল থেকেই প্রতিবছর অনেক ছাত্র-ছাত্রী বের হচ্ছে। তারা ব্যক্তিগত জীবনে কেউ কেউ ইঞ্জিনিয়ার- ডাক্তার, কেউ ব্যবসায়ী হচ্ছে। তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রতিটা স্কুল তাদের একটা নিজস্ব ফান্ড তৈরি করতে পারে। আর সেই অর্থ দিয়ে তারা তাদের স্কুলের উন্নয়ন করতে পারেন। ৩১ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে