বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৫:৪১

৪৩টি স্কুলের কেউ পাস করেনি

৪৩টি স্কুলের কেউ পাস করেনি

নিউজ ডেস্ক : চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) ৪৩টি স্কুলের কেউ পাস করেনি। এবারের পরীক্ষায় ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন এ-প্লাস পেয়েছে। পাসের হার গতবারের চেয়ে ১ দশমিক ৯২ শতাংশ বেশি। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২৮ হাজার ৫শ' ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৮ হাজার ৫শ' ৮৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করছে। কিন্তু ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য। উল্লেখ্য, এ বছর ২২ লাখ ৭২ হাজার ২শ' ৮৯ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন পাস করেছে। পাসের হার এবার ৯২ দশমিক ৩৩ শতাংশ। ৩১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে