শনিবার, ১৮ জুলাই, ২০২০, ১০:২৪:৩১

২৪ ঘণ্টায় হটলাইনে সাহেদের বি'রুদ্ধে ৯২ অ'ভিযোগ

২৪ ঘণ্টায় হটলাইনে সাহেদের বি'রুদ্ধে ৯২ অ'ভিযোগ

নিউজ ডেস্ক : করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভু'য়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রে'প্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের প্র'তারণা ও নি'র্যাতন নিয়ে অভি'যোগ জানানোর জন্য চালু হওয়া হটলাইনে গত ২৪ ঘণ্টায় ৯২টি অভি'যোগ এসেছে। এরমধ্যে টেলিফোনে ৭২টি ও বাকিগুলো মেইলে এসেছে। শনিবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এই তথ্য জানান।

তিনি বলেন, সাহেদের বিরু'দ্ধে নানা ধ'রনের প্র'তারণার অভি'যোগ আসছে। ভুক্তভোগীদের আইনি পরামর্শ দেওয়া হচ্ছে। রিজেন্ট হাসপাতাল জা'লিয়াতির মাম'লায় গ্রে'প্তার মো. সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যেকোনো তথ্য বা অভি'যোগ বা আইনি সহায়তা পেতে র‌্যাবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এক খুদে বার্তায় শুক্রবার এ কথা জানিয়েছিল র‌্যাব। এ জন্য র‌্যাব একটি হটলাইন নম্বর দিয়েছে। নাম্বারটি হলো: ০১৭৭৭৭২০২১১। এ ছাড়া চাইলে ই–মেইলও করা যাবে এই ঠিকানায়: [email protected]

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে