বুধবার, ২২ জুলাই, ২০২০, ১২:১৯:৫১

নিজের বাবার সঙ্গেও জঘন্য কাজটি করেছেন সাহেদ

নিজের বাবার সঙ্গেও জঘন্য কাজটি করেছেন সাহেদ

নিউজ ডেস্ক : করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মা'মলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরু'দ্ধে উঠে আসছে একের পর এক প্র'তারণার অভি'যোগ। এবার নিজের বাবাকেও পে'টানোর মতো জঘন্য অভি'যোগ এসেছে তার বিরু'দ্ধে। সাহেদের একজন সাবেক দেহরক্ষী বলেন, ২০১১ সালে সাহেদের বাবা ছেলের একান্ত সহকারীকে (পিএস) বিয়ে করেন। সাহেদের মা সাফিয়া করিম আগেই মা'রা যান।

সাবেক ওই দেহরক্ষী বলেন বৃদ্ধ বয়সে সাহেদের বাবা আশ্রয় খুঁ'জছিলেন। কারণ তাকে দেখভালের তেমন কেউ ছিল না। তবে পিএসকে বিয়ে করায় নিজের বাবাকে উত্তরার অফিসে প্রকাশ্যে বেল্ট দিয়ে বেদ'ম মা'রধ'র করেন সাহেদ। এটা দেখে রিজেন্টের অনেক কর্মী বি'স্মিত হয়ে যান। পরে সাহেদের বাবা তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুরের বাসায় থাকতেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে তার একটি সন্তান রয়েছে।

সাহেদের অপকর্মের তথ্য জানতে র‌্যাব যে হটলাইন চালু করেছে সেখানে মঙ্গলবার পর্যন্ত ১৫০টি অভি'যোগ জমা পড়েছে। তার মধ্যে ১৩০টি অভি'যোগ এসেছে টেলিফোনে। আর বাকি ২০টি ই-মেইলে।

এ দিকে রিজেন্ট হাসপাতালে অভি'যানের পর ১৭ জনকে আসামি করে দায়ের করা মা'মলার তদ'ন্তের দায়িত্ব পেয়েছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, সাহেদের বিরু'দ্ধে অভি'যোগ পাওয়ার পর ভুক্তভোগীদের আইনি পরামর্শ দেওয়া হচ্ছে।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভি'যানের পর গা-ঢাকা দেওয়া সাহেদকে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে একটি অ'স্ত্রসহ গ্রে'প্তার করে র‌্যাব। র‌্যাব কর্মকর্তারা জানান, ধ'রা পড়ার মু'হূর্তে সাহেদ নিজেকে একজন গণমান্য ব্যক্তি বলে দাবি করেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে