সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৯:৪৫

এনসিপির আখতার হোসেনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

এনসিপির আখতার হোসেনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন প্রার্থী হওয়া রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান। জোটগত আসন সমঝোতার সিদ্ধান্তে আখতার হোসেনকে সমর্থন জানিয়েছেন জামায়াতে ইসলামীর এই নেতা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মুঠোফোনে নিশ্চিত করেছেন এটিএম আজম খান।

তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠন ও জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ। দলের সিদ্ধান্তে আমার এবং আমাদের সমর্থন থাকবে জোটসঙ্গী এনপিপির আখতার হোসেনের প্রতি।  

মাওলানা এটিএম আজম খান রাজনীতির মাঠে পরীক্ষিত নেতা। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং রংপুর মহানগরের আমির হিসেবে দায়িত্বে রয়েছেন। স্থানীয় মেরুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে