বুধবার, ২২ জুলাই, ২০২০, ০৬:১৬:৫৩

নেতিবাচক রিপোর্ট পাওয়া অনলাইন বন্ধ করে দেওয়া হবে : তথ্যমন্ত্রী

নেতিবাচক রিপোর্ট পাওয়া অনলাইন বন্ধ করে দেওয়া হবে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : নেতিবাচক রিপোর্ট পাওয়া অনলাইনগুলোকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমরা এ মাসের মধ্যেই কিছু অনলাইনকে রেজিস্ট্রেশন দেবো; যেগুলোর ব্যাপারে ইতিবাচক রিপোর্ট এসেছে। আর যেগুলোর ব্যাপারে নেতিবাচক রিপোর্ট এসেছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

আজ বুধবার এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে ধন্যবাদ জানাই; তিনি পদত্যাগ করেছেন এজন্য। কারণ স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল; বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা-ব্যক্তিদের নিয়ে। সে প্রেক্ষাপটে তার পদত্যাগকে আমি মনে করি স্বাস্থ্য অধিপ্তরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে