শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১১:৫৯:০৯

ঈদে নিরাপদে বাড়ি ফিরতে ডিএমপির ১৩ পরামর্শ

ঈদে নিরাপদে বাড়ি ফিরতে ডিএমপির ১৩ পরামর্শ

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যেই অনেকেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন। ইতিমধ্যেই অনেকে হয়তো ঢাকা ছাড়ার পরিক'ল্পনা চূড়ান্ত করেছেন। নাগরিকদের ঈদ আনন্দ নিরা'পদ ও নি'র্বি'ঘ্ন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৩টি পরা'মর্শ দিয়েছে। নাগরিকদের সম্পদের নিরা'পত্তা র'ক্ষায় এসব পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। ডিএমপি যে ১৩টি পরামর্শ:

১. করোনা পরি'স্থিতিতে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ভ্রমণ করুন। ভ্রমণের সময় অবশ্যই মাস্ক পরতে হবে। ২. রাত্রিকালে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করার চেষ্টা করুন। ৩. রাস্তায় বাস বা ট্রেন কিংবা লঞ্চ টার্মিনালে পকেটমার ও দু'স্কৃ'তিকারী থেকে সাবধান থাকুন।

৪. যানবাহনে চলার সময় বা ট্রাফিক জ্যাম পড়লে গাড়ির জানালা ব'ন্ধ রাখুন। ৫. আপনার সঙ্গে মোবাইল ফোন এবং হ্যান্ডব্যাগের প্রতি বিশেষভাবে ল'ক্ষ্য রাখুন। ৬. অপরিচিত কারও সঙ্গে ভাগাভাগি করে গাড়ি ভাড়া করবেন না বা গাড়িতে উঠবেন না। ৭. রাস্তায় অপরিচিত কারও কাছ থেকে কোনো কিছু খাবেন না। করোনা ভাইরাসের সং'ক্র'মণ ছড়িয়ে পড়া রু'খতে বাহিরের খাবার খাওয়া এড়িয়ে চলা ভালো।

৮. যাতায়াতের সময় সহযাত্রী বেশে থাকা অ'জ্ঞা'ন পার্টি ও মলম পার্টির খ'প্পর থেকে সাব'ধানতা অ'বল'ম্বন করুন। ৯. মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সত'র্কতার সঙ্গে চলাচল করুন। প্রয়োজনে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা উত্তম। ১০. ট্যাক্সি বা অটোরিকশা কিংবা ভাড়ায় চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম ঠিকানা লিখে নিন। প্রয়োজনে ওই রেজিস্ট্রেশন নম্বর ও ড্রাইভারের নাম প্রিয়জনের নম্বরে এসএমএস করুন।

১১. যাত্রাকালে নিজের মালামালের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখুন এবং রাতে মূল্যবান সামগ্রী নিয়ে একাকী চলাচল পরিহার করুন। ১২. ঈদে বাড়ি যেতে হলে শেষ মুহূর্তের যান'জট এড়াতে পূর্বেই ভ্রমণ সম্পন্ন করুন। ১৩. করোনার এই পরি'স্থিতিতে তাড়াহুড়া করে কিংবা ঝুঁ'কিপূর্ণ অবস্থায় বাসে উঠবেন না। এতে সং'ক্র'মণ ছড়িয়ে পড়ার আশং'কা রয়েছে।

প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুম: ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০ এবং ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮- এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। এছাড়া প্রয়োজনে জাতীয় জরুরি সেবা: ৯৯৯ নম্বরেও যোগাযোগ করতে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে