শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ১১:০১:১৯

খালেদা যাচ্ছেন

খালেদা যাচ্ছেন

ঢাকা : জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর ইনস্টিটিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত ছাত্র সমাবেশে যোগ দেবেন তিনি। ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সমাবেশ শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বলেও জানান তিনি। এদিকে, ছাত্রদল বুধবার এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকাল ৬টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বৃহস্পতিবার রাত ১২টা ০১ মিনিটে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করবেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, থানা ও পৌরসভায় ছাত্রদলের উদ্যোগে র্যাবলি অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে জানানো হয়। ১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে