শেখ হাসিনার কৃতজ্ঞতা
ঢাকা : পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগের নেতারা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন। সাড়ে ৮টার দিকে গণভবন থেকে বেরিয়ে যান তারা।
সন্ধ্যার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের দুই যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং ডা. দীপু মনিসহ দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ গণভবনে যান। সেখানে তারা পৌরসভা নির্বাচন এবং আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দলের কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির সভা নিয়ে কথা বলেন। এ সময় পৌর নির্বাচনের সময় ধানমন্ডি কার্যালয় ছাত্রলীগের প্রাক্তন ও বর্তমান নেতা-কর্মীদের দিয়ে সরগরম রাখার কৌশলের প্রশংসা করেন শেখ হাসিনা।
প্রসঙ্গত, এবার পৌর নির্বাচনে কয়েক দিন আগে থেকে ধানমন্ডিস্থ কার্যালয়ে অবস্থান করে আওয়ামী লীগের নির্বাচনী তদারক টিমের নেতৃবৃন্দকে বিভিন্নভাবে সহযোগিতা করেন ছাত্রলীগের প্রাক্তন সভাপতি লিয়াকত শিকদার।ফলে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রাক্তন ও বর্তমান নেতা-কর্মীরা বিভিন্ন সময় দীর্ঘক্ষণ কার্যালয়ে অবস্থান করে কর্মমুখর রাখেন।
সূত্র জানায়, আগামী ৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠকের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৈঠক সূত্র আরো জানায়, দলীয় সভানেত্রী হাস্যোজ্জ্বল মুখে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পৌরসভা নির্বাচনের আগের কয়েক দিন রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করে নিরবিচ্ছিন্ন পরিশ্রম করার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি দলীয় অন্য নেতাদেরও ধন্যবাদ জানান। শেখ হাসিনা নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন।
বুধবার ২৩৪টি পৌরসভায় ভোট হয়েছে। এর মধ্যে একটি পৌরসভার ভোট গ্রহণ গোলযোগের কারণে স্থগিত করেছে নির্বাচন কমিশন। বেসরকারিভাবে প্রকাশিত ২২৭টি মেয়র পদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে, আর বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ২২টিতে জয় পেয়েছেন। জাতীয় পার্টি ১টিতে এবং বাকিগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ