শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০১:১৩:২৫

সৌদিতে ফের গৃহকর্মী পাঠাবে বাংলাদেশ

সৌদিতে ফের গৃহকর্মী পাঠাবে বাংলাদেশ

নিউজ ডেস্ক : সৌদি আরব সরকারের অনুরোধে বাংলাদেশ আরো বেশি গৃহকর্মী পাঠাবে। সোদি সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে বৃহস্পতিবার সৌদি আরবের শ্রমমন্ত্রী মুফাররেজ বিন সাদ আল-হাকবানির দ্বিপক্ষীয় বৈঠকের পর এ ঘোষণা আসে বলে খবর দিয়েছে আরব নিউজ। খবরে বলা হয়েছে, শ্রম মন্ত্রণালয়ের সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি বলেন, বৈঠক ছিল সফল। দ্বিপক্ষীয় শ্রমিক ইস্যুগুলোতে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো। তিনি আরো জানান, বাংলাদেশের কাছ থেকে গৃহকর্মী চাওয়া ছাড়াও, সৌদি মন্ত্রী বাংলাদেশের পুরুষ ও নারী শিক্ষাবিদদের সৌদি বিশ্ববিদ্যালয়ে কাজ করার প্রস্তাবও দেন। তিনি জানান, সৌদি আরবে বাংলাদেশ থেকে প্রতিমাসে প্রায় ৪ হাজার গৃহকর্মী যায়। বর্তমানে সৌদিতে প্রায় ২০ হাজার বাংলাদেশি গৃহকর্মী কাজ করছে। ৩৬ হাজারেরও বেশি গৃহকর্মী ঢাকা থেকে সৌদিতে যাওয়ার জন্য প্রস্তুত বলেও জানান মসিহ। ১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে