ইনু যা বললেন
ঢাকা : জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতি বাদ দিয়ে টেকসই উন্নয়নের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, বাংলাদেশকে বাংলাদেশের পথেই এগিয়ে যেতে হবে। এখানে দানবের স্থান নেই, মানবের আছে।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পলাশীর মাঠে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বাৎসরিক মহাসম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. ইকবাল মাহমুদ।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ধারা পরিবর্তন হচ্ছে। পুরনো ধারা পরিবর্তন করে নতুন ধারায় আসতে হবে। সময় এসেছে নতুন করে ডিজাইন করা।’
ড. ইকবাল মাহমুদ বলেন, ‘আধুনিককালে বিভিন্ন দেশের উচ্চমানের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাক্তন শিক্ষার্থীরা বিশেষ অবদান রাখছে। সম্প্রতি আমাদের এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের কিছু প্রাক্তন শিক্ষার্থীও অনুরূপ ভূমিকায় যোগ দিয়েছেন। এই প্রবণতাকে প্রসারিত ও সংগঠিত করে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে পারে বুয়েট অ্যালামনাই।’
খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. জামিরুল রেজা চৌধুরী বলেন, ‘আমাদের প্রকৌশলীরা দেশের উন্নয়নের পাশাপাশি বিদেশেও প্রকৌশল সেক্টরে বিশেষ অবদান রেখেছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বুয়েট অ্যাসোসিয়েশনের সমন্বয়কারী ড. প্রকৌশলী মো. দেলোয়ার হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বুয়েট প্রকৌশলী মুনিরুদ্দিন আহমেদ, ড. প্রকৌশলী সাদিকুল ইসলাম ভূইয়া প্রমুখ।
১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ