শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০২:৫৭:২২

নতুন বইয়ের গন্ধ নেয়া হলো না সোহানার

নতুন বইয়ের গন্ধ নেয়া হলো না সোহানার

শরীয়তপুর : স্বপ্ন ছিলো সহপাঠীদের সাথে নতুন বইয়ে মাতোয়ারা হবেন সোহানা। কিন্তু নতুন বই নেয়া হলো না দ্বিতীয় শ্রেণির ছাত্রী সোহানার। নসিমন চাপায় তার স্বপ্নের সাথে জীবন প্রদীপও নিভে গেলো। সোহানা শরীয়তপুরের ডামুরদা উপজেলার ২৭ নম্বর ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। নতুন বইয়ের জন্য আনন্দ আর বুক ভরা আশা নিয়ে শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে স্কুলে পথে যাচ্ছিল সোহান। কিন্তু স্কুলের কাছাকাছি যেতেই ঘাতক নসিমন তাকে নিয়ে গেলো না ফেরার দেশে। সোহানা উপজেলার ছাতিয়ানি গ্রামের শাহিন সরদারের মেয়ে। ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, সকালে নতুন বই নেওয়ার জন্য সোহানা স্কুলে আসছিল। পথে স্কুল সংলগ্ন সড়ক পার হতে গেলে একটি নসিমন তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। স্কুলের শিক্ষক ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সোহানার মৃত্যু হয়। জনতা নসিমনটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। ১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে