শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৫:৫২:২৬

নতুন বছরে বিএনপির টার্গেট

নতুন বছরে বিএনপির টার্গেট

নিউজ ডেস্ক : বাংলাদেশে দিন বদলাবে, গণতন্ত্র ফিরে আসবে। আমরা প্রত্যাশা করছি, ২০১৬ সালেই গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে। এ বছরে ফ্যাসিবাদ স্বৈরতন্ত্রকে পরাজিত করে গণতন্ত্রের নতুন দিগন্তের উদয় হবে। জনগণের যে বিজয়, সেই বিজয় সূচিত হবে। নতুন বছরের প্রথমদিন শুক্রবার সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ২০১৫ সাল শুরু হয় সরকার পতনের আন্দোলনে টানা অবরোধ-হরতাল দিয়ে। সেই আন্দোলনে ব্যর্থতার পর পৌর নির্বাচনে ভরাডুবির মধ্যদিয়ে বছরটি শেষ হয় বিএনপির। বিএনপির টার্গেট ২০১৬। নতুন বছরে অবস্থার পরিবর্তন আশা করছেন মির্জা ফখরুল। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার মধ্যদিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। নিঃসন্দেহে দেশে পরিবর্তন সূচিত হবে। জনগণের বিজয় অবশ্যই অর্জিত হবে। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার কবরে ফুল দিতে আসেন মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ‍উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ও সাবেক সভাপতি আবদুল কাদের ভুঁইয়া। ১জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে