শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৭:৩২:০৩

ডাকাতি করে জেতার মধ্যে আনন্দ নেই : খালেদা

 ডাকাতি করে জেতার মধ্যে আনন্দ নেই : খালেদা

নিউজ ডেস্ক : ভোট ডাকাতি করে জেতার মধ্যে আনন্দের কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, ৩০ ডিসেম্বর যে পৌর নির্বাচন হয়ে গেল তা যদি সুষ্ঠু হতো তাহলে তার দলের সব প্রার্থী নির্বাচিত হতো। উত্তর বঙ্গের অনেক জায়গায় বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছে। তিনি বলেন, মানুষ অনেকদিন পর ভোট দেয়ার সুযোগ পেয়েছে। কিন্তু সব জায়গায় জনগণ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ সিল মেরে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। জনগণ সঠিকভাবে ভোট দিতে পারলে সবগুলোতে বিজয়ী হতো বিএনপি। খালেদা জিয়া বলেন, আমরা আগেই বলে আসছি, শেখ হাসিনা ও কাজী রকিবউদ্দীন আহমদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। পৌর নির্বাচনে কারচুপির মাধ্যমে বিএনপির প্রার্থীদের বিজয় ছিনিয়ে নেয়ার মধ্যদিয়ে তা আবারো প্রমাণিত হয়েছে। ভবিষ্যতেও এদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মানুন। সঞ্চালনায় সাধারণ সম্পাদক আকরামুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুইয়া, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান আলিম, সাবেক সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ। বিকেল সাড়ে ৩টার দিকে খালেদা জিয়া মিলনায়তনে প্রবেশ করলে মুহুর্মুহু করতালি ও স্লোগানের মধ্যদিয়ে তাকে স্বাগত জানান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়াও হাত নেড়ে তাদের অভিনন্দন জানান। এরপর ছাত্রদলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। ১জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে