শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৩:৪১

বিভিন্ন মসজিদ থেকে আনা হচ্ছে খাটিয়া, ম'রদে'হের অপেক্ষায় এলাকাবাসী

বিভিন্ন মসজিদ থেকে আনা হচ্ছে খাটিয়া, ম'রদে'হের অপেক্ষায় এলাকাবাসী

নারায়ণগঞ্জের মসজিদে এশার নামাজের সময় এসি বি'স্ফো'রণের ঘ'ট'নায় এখন পর্যন্ত ১৪ জন মা'রা গেছেন। মৃ'তের সংখ্যা আরও বাড়ার আশ'ঙ্কা রয়েছে।

এ ঘটনায় নিহতদের স্বজন ও এলাকাবাসী ম'র'দে'হের অপেক্ষায় রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ১৪ জনের মৃ'ত্যুতে এলাকায় শো'কের ছায়া নামে। বিভিন্ন মসজিদ থেকে ১২টি খাটিয়া আনা হয়েছে ম'রদে'হ দা'ফনের জন্য। এলাকায় সেচ্ছাসেবীরা ম'রদে'হ দা'ফন করবেন এবং তাদের সহায়তায় থাকবেন টিম খোরশেদের সদস্যরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে