শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ১২:৪১:২৮

বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত

বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত

মাগুরা : যাত্রীবাহী বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার সকালে শহরের ভায়না এলাকার এ দুর্ঘটনায় নিহত রাকিবুল (২৮) একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা। বাসযাত্রীদের অভিযোগ বাসটির হেলপার বাস চালাচ্ছিলেন এতেই এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের যাত্রী উত্তম রায়সহ অন্যরা অভিযোগ করেন - সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড় বাসস্টান্ড থেকে যশোরের উদ্দেশ্যে বাসটি ছেড়ে যায়। বাসটি ছাড়ার পর পরই প্রচণ্ড গতিতে চালতে শুরু করে। বাসটি ড্রাইভিং সিটে একজন অল্প বয়স্ক হেলপার ছিলেন বলে তিনি জানান। অল্প কিছুদূর যাওয়ার পরই ওই সড়কের টেক্সটাইল মিলের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাকিবুল ইসলাম নামে মার্কেন্টাইল ব্যাংকের যশোর শাখায় ফিল্ড অফিসার রকিবুল মারা যান। তার বাড়ি মাগুরার ওমেদপুর গ্রামে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর থানার ওসি আজমল হুদা জানান, এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স বিহীন কেউ ওই গাড়িটি চালাচ্ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। ২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে