শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৬:২৬

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা

ঢাকা : বিএনপি কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা করেও দখলে নিতে পারেনি আসল বিএনপি। আসল বিএনপি দাবিদার কামরুল হাসান নাসিমের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলেও আগে থেকেই সেখানে অবস্থান নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে আসল বিএনপির লোকজন ধাওয়া খেয়ে পালিয়ে যায়। আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিলুপ্ত বিএনপি পুনর্গঠনের লক্ষ্যে আগে থেকেই ঘোষণা দিয়ে আসছিল কথিত আসল বিএনপি নেতা ও বিএনপি পুনর্গঠনের মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিম । শনিবার তার নেতাকর্মীদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করতে আসেন তিনি। এসময় বিএনপি কার্যালয়ের পূর্বদিকে পল্টন থানার সামনে কিছু লোকজন নিয়ে অবস্থান নেন নাসিম এবং তার প্রায় দেড় শ’র মত লোক পাঠান বিএনপি কার্যালয়ের দিকে। তখন নেতাকর্মীরা জাতীয় পতাকা হাতে, মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে কার্যালয়ের দিকে এগিয়ে যায়। বিএনপি কার্যালয় থেকে কিছুটা দূরে তাদের মিছিল থাকা অবস্থায় আগে থেকেই সেখানে অবস্থান নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। ধাওয়া খেয়ে আসল বিএনপির লোকজন ছত্রভঙ্গ হয়ে পালিয়ে পল্টন থানার দিকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় মাঝরাস্তায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। তবে কে বা কারা গুলি করেছে তা জানা যায়নি। এ ঘটনার পর বক্তব্য নেয়ার জন্য আসল বিএনপি নেতা কামরুল হাসান নাসিমকে খুঁজে পাওয়া যায়নি। এসময় বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছিল ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। এদিকে আজ বিকেল ৫টার দিকে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। উল্লেখ্য, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল হয়ে যাবে- এমন আশঙ্কায় শনিবার সকাল থেকেই কার্যালয়ের সামনে পাহারা বসায় দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপি আশঙ্কা করেন, আসল বিএনপির দাবিদার এবং নিজেকে বিএনপির পুনর্গঠনের মুখপাত্র দাবিকরা কামরুল হাসান নসিম তার নেতাকর্মী নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় দখল করবেন। আর দখল থেকে কেন্দ্রীয় কার্যলকে রক্ষা করতেই শনিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাহারা বসিয়েছেন ছাত্রদলের নাতাকমীরা। আজ বিকেল ৫টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানা যায়। ২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে