বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০, ০৯:২১:৩৫

'খালেদা জিয়া লন্ডন যেতে চাইলে আমাদের আপত্তি নেই'

'খালেদা জিয়া লন্ডন যেতে চাইলে আমাদের আপত্তি নেই'

নিউজ ডেস্ক : সরকারের অনুমতি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যেতে চাইলে ব্রিটিশ সরকারের আ'পত্তি থাকবে না—এম'নই ইঙ্গিত করেছেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। গতকাল বুধবার ঢাকায় কূ'টনৈ'তিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান 'ডিকাব টকে' তিনি এমন ই'ঙ্গি'ত দেন।

ব্রিটিশ হাইকমিশনারের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সরকার যদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার অনুমতি দেয় তাহলে যুক্তরাজ্য কি তাকে সেই সুযোগ দেবে? জবাবে চ্যাটারটন ডিকসন বলেন, ''আমরা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির বিষয়ে মন্তব্য করি না। নিকট অতীতে তার ভিসা আছে। আমি আশা করি, তার ব্রিটেনে আসার বিষয়ে আমাদের কোনো আ'পত্তি থাকবে না। তবে তিনি আবারও ভিসার জন্য আবেদন করবেন কি না সেটি তার বিষয়। 

রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, আমি বলব, তার পরিবারের কয়েকজন যুক্তরাজ্যে আছেন। তার নিবিড় পারিবারিক যোগাযোগ আছে। তিনি যদি ভিসার জন্য আবেদন করেন আমরা তা সানন্দে গ্রহণ করতে পারি। তার ভিসা দেওয়া হবে কি না সে বিষয়ে আমাদের মিনিস্টাররা (ভিসাবিষয়ক কর্মকর্তারা) সিদ্ধান্ত নেবেন।''

ভিসা সম্পর্কে অন্য এক প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, ব্রিটিশ ভিসা কার্যক্রম সচল রয়েছে। উল্লেখ্য, বাসায় থেকে চিকিৎসা নেওয়ার শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ গত মাসে দ্বিতীয় দফায় ছয় মাস বাড়ানো হয়েছে। ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে