সোমবার, ০৫ অক্টোবর, ২০২০, ১১:০০:৩৩

নোয়াখালীতে নারী নি'র্যাতনের ঘ'টনা ‘ষড়যন্ত্র’ হতে পারে: মন্ত্রী আনিসুল হক

 নোয়াখালীতে নারী নি'র্যাতনের ঘ'টনা ‘ষড়যন্ত্র’ হতে পারে: মন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে বিব'স্ত্র করে গৃহবধূকে নি'র্যাতনের ঘ'টনা ‘ষ'ড়য'ন্ত্র’ হতে পারে বলে ম'ন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, এমন বীভৎ'সতা স্বাভাবিক ঘ'টনা হতে পারে না। বিশেষ করে বিব'স্ত্র করার পর ভি'ডিও ধারণ করে তা ইন্টারনেটে আপলোড করা ভ'য়ঙ্কার এবং কু'রুচিপূর্ণ ঘ'টনা। অধিকতর তদ'ন্ত করে বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিব'স্ত্র করে নি'র্যাতনের ঘটনায় এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘এটিকে একটি নিছক সামাজিক অপরা'ধ বলা যায় না! মিডিয়ায় নি'র্যাতনের বর্ণনা দেখলাম। গা শিউরে উঠল! এর থেকে খারাপ কিছু হতে পারে না। আমার কাছে ষড়যন্ত্র মনে হয়েছে। তবে তদ'ন্ত করলেই সব বেরিয়ে আসবে।’

‘কী কারণে ষড়য'ন্ত্র মনে করছেন’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপরাধীদের আ'টক করা হয়েছে। সুষ্ঠু তদ'ন্ত হবে। জিজ্ঞাসাবাদেই সব বেরিয়ে আসবে। বিচারের ব্যাপারে আপনারা অবগত। আমাদের প্রসিকিউশন শক্তিশালী অবস্থান নিয়েছে আলোচিত মামলাগুলো নিষ্পত্তিতে। এমন মামলাগুলো সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ হিসেবে আমলে নিয়ে আমরা অ্যাকশনে যাচ্ছি। অপরাধীরা সাজাও পাচ্ছে। এটি তো প্রমাণিত হচ্ছে। এই ধারা চলবেই।’

‘আপনি বলছেন, বিচার হচ্ছে। কিন্তু অপরা'ধের ভ'য়াবহতা বাড়ছেই’ এর জবাবে আইনমন্ত্রী বলেন, ‘কী কারণে সমাজের এই অস্থি'রতা, তা আগে নির্ধারণ করতে হবে। অস্থি'রতা, কুরুচি, নাকি ষড়য'ন্ত্র তা নির্ধারণ করা জ'রুরি হয়ে পড়েছে। নি'র্যাতনের সময় ভি'ডিও করে তা আপলোড করার বিশেষ উদ্দেশ্যও থাকতে পারে। এসব অপরা'ধ কেন ঘট'ছে আমরা সিরিয়াসলি খুঁজে বের করব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে