বুধবার, ০৭ অক্টোবর, ২০২০, ১১:১২:৫২

আমরাও চাই এর উপযুক্ত বিচার হোক : প্রধান বিচারপতি

আমরাও চাই এর উপযুক্ত বিচার হোক : প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ''এখন সারা দেশেই নারীদের ওপর এতো নি'র্যা'তন হচ্ছে যে সরকার পর্যন্ত বি'ব্র'ত। সরকারের মন্ত্রী পর্যন্ত বলেছেন যে, আমরা ক্ষ'মতায়, আমরা এটার দা'য় এড়াতে পারি না। আমরা জুডিশিয়ারিতে আছি, আমরাও চাই এর উপযুক্ত বিচার হোক।''

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সদ্যপ্রয়াত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন। আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার সং'ক্রা'ন্ত রিপোর্টারদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এ শো'কসভার আয়োজন করে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাংবাদিকদের উদ্দে'শ্যে বলেন, আমি প্রধান বিচারপতি হওয়ার পর সাংবাদিক ভাইয়েরা বিচার অঙ্গন থেকে লেখালেখিও একটু বেশি শুরু করেছেন। এটা ভালো। গঠনমূলক স'মালো'চনা করলে আমার জন্য অনেক সুবিধা হয়। আমি চি'হ্নি'ত করতে পারি যে, কোথায় কি কি গোলমাল আছে।

তিনি আরও বলেন, যেখানে ছাড়া হচ্ছে সেটাও যেভাবে বলবেন, যেখানে মৃত্যুদ'ণ্ড বহাল রাখা হচ্ছে- সেটাও যদি জনগণের সামনে আসে তাহলে তখন জনগণের একটা স্বস্তি হবে যে- শুধু ছাড়ছে না, তার সঙ্গে সঙ্গে অ'পরা'ধীদের ফাঁ'সিও হচ্ছে। ছাড়ার রিপো'র্টও করতে হবে, একইভাবে মৃ'ত্যুদ'ণ্ড বহাল রাখার রিপো'র্টও করতে হবে। তা না হলে কোর্ট সম্পর্কে জনগণের একটা বি'রূ'প ধা'রণা সৃষ্টি হবে। আর সুপ্রিম কোর্ট হল মানুষের আশ্রয়ের শেষ স্থল। এমনভাবে রিপো'র্ট করতে হবে যে কোর্টও যে কাজ করে তার যেন প্রমাণ হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে