শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ০৪:৫৭:৫০

ফাঁ'সি অত্যন্ত ল'ঘু শা'স্তি, ৫০ বছর স'শ্র'ম কা'রাদ'ণ্ডের দাবি জানান : জাফরুল্লাহ

ফাঁ'সি অত্যন্ত ল'ঘু শা'স্তি, ৫০ বছর স'শ্র'ম কা'রাদ'ণ্ডের দাবি জানান : জাফরুল্লাহ

নিউজ ডেস্ক : ধ'র্ষ'ণ মামলার আসা'মির শা'স্তি ফাঁ'সিকে ধা'প্পাবা'জি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ধ'র্ষ'ণের মতো এতো বড় অ'ন্যা'য় যারা করেছে তাদের জন্য এই দুই মিনিটের ফাঁ'সি অত্য'ন্ত ল'ঘু শা'স্তি। আপনারা ফাঁ'সির আ'ন্দো'লন না করে ৫০ বছর স'শ্র'ম কা'রাদ'ণ্ডের দাবি জানান। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার মঙ্গল চাই, আপনার সুশা'সন চাই, আমরা চাই কারও মেয়ে যেনো ধ'র্ষি'ত না হয়।'' আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নারীর উপর পৈ'শা'চিক নি'র্যা'তন ব'ন্ধ করা, ধ'র্ষ'কদের সর্বো'চ্চ শা'স্তি নি'শ্চি'ত করার দাবিতে এবং বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের স্মরণে আট স্ত'ম্ভ ভে'ঙ্গে ফেলায় এই প্রতি'বাদ সমাবেশ ও পদযাত্রা (প্রেসক্লাব হতে শহীদ মিনার পর্যন্ত) অনুষ্ঠিত হয়।

ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, প্রফেসর ড. আসিফ নজরুল, জোনায়েদ সাকী, প্রফেসর ড. দিলারা চৌধুরী, মুক্তিযো'দ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা আলম মিন্টু, গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, মুক্তিযো'দ্ধা ফরিদউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন এবং পদযাত্রায় অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম মেম্বার আক্তার হোসেন। ডা, জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে উপরোক্ত নেতৃবৃন্দ আলোচনা শেষে জাতীয় প্রেসক্লাব হতে শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে