শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১১:৪৭:৫৫

মৃত্যুর আগ পর্যন্ত অন'শন চালিয়ে যাবেন ঢাবির সেই ছাত্রী

মৃত্যুর আগ পর্যন্ত অন'শন চালিয়ে যাবেন ঢাবির সেই ছাত্রী

নিউজ ডেস্ক : ধ'র্ষণের বিচারের দাবিতে অন'শনে বসা সেই ঢাবি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। টানা ২৭ ঘণ্টা অন'শনের পর শুক্রবার রাতে ওই শিক্ষার্থী শারীরিকভাবে দু'র্ব'ল হয়ে পড়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আসা'মিরা গ্রে'ফতার না হওয়া পর্যন্ত অন'শন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ওই ছাত্রী।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক (সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) হাসান আল মামুনসহ আরও ছয়জনকে গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অন'শনে বসেন ইসলামি স্টাডিজ বিভাগের ওই ছাত্রী। তবে অনশনের ২৭ ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. শেখ মো. আল আমিনের নেতৃত্বে একটি চিকিৎসক টিম শুক্রবার রাতে ওই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেন।

ওই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক এজিএস ফাল্গুনী দাস তন্বী। ধ'র্ষণের বিচারের দাবিতে অন'শনে বসা ওই ঢাবি ছাত্রী বলেন, দীর্ঘ সময় অন'শনে থাকায় আমি শরীরিকভাবে দু'র্ব'ল হয়ে পড়েছি। তবে ধ'র্ষ'করা যদি গ্রে'ফতার না হয় তাহলে মৃ'ত্যুর আগ পর্যন্ত আমি অন'শন চালিয়ে যাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে