মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৪১:০৭

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালালে ব্যবস্থা

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালালে ব্যবস্থা

নিউজ ডেস্ক : সরকার, জনপ্রতিনিধি, সেনাবা'হি'নী ও পুলিশ কর্মকর্তা এবং আইন-শৃ'ঙ্খ'লা র'ক্ষাকারী বা'হি'নীর সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অ'পপ্র'চারকারীদের বি'রু'দ্ধে ব্যবস্থা নেয়ার হু'শিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হু'শিয়ারি দেয়া হয়েছে।

দেশ-বিদেশে অবস্থান করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধ'রনের অ'পপ্র'চার চালানো থেকে বি'র'ত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় অ'পপ্রচা'রকারীদের বি'রু'দ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে- দেশ ও বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও আইন-শৃ'ঙ্খ'লা র'ক্ষাকারী বা'হি'নীর সদস্যদের সম্পর্কে অসত্য, বানো'য়াট, বিভ্রা'ন্তিকর ও উ'সকা'নিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।

এতে বলা হয়, নিরা'পত্তা বাহি'নীকে বিভ্রা'ন্ত করার জন্য অস'ত্য ও ভি'ত্তিহী'ন সংবাদ পরিবেশন করছে। এতে দেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ বি'ঘ্নি'ত হওয়ার সম্ভাবনা, জনমনে উ'দ্বে'গ, বি'দ্বে'ষ ও বি'ভ্রা'ন্তি সৃষ্টির আ'শ'ঙ্কা রয়েছে। সরকার ধৈর্যের সঙ্গে এসব অ'পপ্র'চারকারী ও তাদের সহযোগীদের কার্যক্রম পর্যবে'ক্ষণ করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দেশের স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা র'ক্ষার্থে ও জনস্বার্থে এসব অ'পক'র্ম সৃষ্টিকারী অ'পরা'ধীদের বি'রু'দ্ধে জরুরিভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে