মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ০৭:০৫:৪২

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ

নিউজ ডেস্ক : ইলিশ প্রজনন মৌসুমে মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ শি'কারে ২২ দিনের নিষে'ধা'জ্ঞা। গভীর সমুদ্রে মাছ শি'কা'ররত জেলেরা মঙ্গলবার মধ্যরাতের আগেই তীরে ফিরে আসছে। মৎস্য বন্দর আলীপুর-মহিপুরসহ সমুদ্র উপকুলের বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র ও নদনদীতে ট্রলার রেখে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে মৎস্য শিকা'রিরা।

মৎস্য বিভাগের সময়োপযোগী এমন সিদ্ধান্তে বাড়ছে ইলিশের উৎপাদন। বাড়ছে মৎস্য রফতানিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি। তবে প্রজনন মৌসুমে অবরো'ধকালীণ ইলিশ জেলেদের প্রণোদনা বাড়ানোর দাবী কুয়াকাটা উপকূলীয় এলাকার জেলেদের। মৌসুমের শুরু থেকে কুয়াকাটা উপকূলীয় এলাকার জেলেদের জালে ছিল ইলিশের আকাল। শেষ সময়ে এসে ধ'রা পড়ছে রূপালী ইলিশ। ঠিক এ সময়েই শুরু হচ্ছে মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য মৎস্য শিকা'রের অ'বরো'ধ।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বুধবার থেকে শুরু হওয়া ২২ দিনের অ'বরো'ধ চলবে ৪ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার দিবাগত রাত ১২.০১ মিনিট থেকে শুরু হচ্ছে এর কার্যকারিতা। এ সময়ে সারা দেশে ইলিশসহ সব ধ'রনের মাছ আহ'রণ, পরিবহন, মজুদ, বাজারজাত করণসহ ক্রয়-বিক্রয় নি'ষি'দ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমা'ন্যকারীকে এক থেকে দুই বছরের জেল অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরি'মানা অথবা উভয় দ'ণ্ড হতে পারে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাহ জানান, বিগত কয়েক বছরে ইলিশ প্রজনন মৌসুমে মৎস্য শি'কারের নিষে'ধা'জ্ঞার ধারাবাহিকতায় সাগরে বেড়েছে ইলিশসহ নানা প্রজাতির মাছ। অ'বরো'ধ সফল করতে জেলেদের নিয়ে উঠান বৈঠকসহ চলছে ধারাবাহিক গণসংযো'গ। সমুদ্রসহ স্থলভাগে স'ক্রি'য় রয়েছে প্রশা'সন ও আইন প্রয়োগকারী সংস্থা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে