বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫৬:৪৯

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হলো ২ হাজার ৩৩২ টাকা। নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে বাজারে কার্যকর হবে। বুধবার (১৪ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৭৬ হাজার ৩৪১ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৩ হাজার ১৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজাট ৪৪৪ টাকা ও সনাতন এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ১২০ টাকা। এর আগে গত ২৪ সেপ্টেম্বর স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই সময় প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ২ হাজার ৪৪৯ টাকা।

তবে সব ধরনের রূপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম পড়বে এক হাজার ৫১৬ টাকা। ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার কিনতে লাগবে যথাক্রমে এক হাজার ৪৩৪ ও এক হাজার ২২৪ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার অলংকার আগের মতোই ৯৩৩ টাকা ভরি। এদিকে আন্তর্জাতিক বাজারে ওঠানামায় অস্থির স্বর্ণের দরদাম। দৈনিক হাতবদলের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত কয়েক দিনে যেমন বড় উত্থানের পর ছোট পতনের মুখে পড়েছে স্বর্ণের দাম, তেমনি আবার বড় পতনের আগে একটু একটু করে উত্থান হয়েছে দামের। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে