সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ১২:৩১:১১

পুলিশের সেবায় শতকরা ৯৫ জনের বেশি সন্তুষ্ট : ডিএমপি কমিশনার

পুলিশের সেবায় শতকরা ৯৫ জনের বেশি সন্তুষ্ট : ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক : থানায় জিডি ও মামলা দায়েরের ক্ষেত্রে পুলিশের সেবায় শতকরা ৯৫ জনের বেশি সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ রোববার রাজারবাগ পুলিশ লাইনসে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ''ডিএমপি সদর দপ্তর থেকে সেবা প্রত্যাশীদের ফোন করে পুলিশের সেবার মান সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। শতকরা ৯৫ ভাগের বেশি মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটা একটি ভালো দিক। এটাকে ধ'রে রেখে আরও ভালো সেবা নি'শ্চিত করতে হবে।''

মোহা. শফিকুল ইসলাম রোববারের সভায় পুলিশ সদস্যদের তদ'ন্তের সময় অপেশাদার আ'চরণ থেকে বি'র'ত থাকতে বলেছেন। তিনি প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মত তদ'ন্ত করার নির্দে'শ দিয়েছেন । ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের উদ্দেশ করে বলেন, ''ত'দন্তের সময় এমন কোনো অপে'শাদার আচরণ করবেন না যাতে আপনার ব্যক্তিগত দায় চলে আসে।''

সেপ্টেম্বর ২০২০ মাসের মাসিক অ'পরা'ধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অ'পরা'ধ দ'ম'ন বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে গুলশান বিভাগ, শ্রেষ্ঠ গোয়ে'ন্দা বিভা'গ নির্বাচিত হয়েছে গোয়ে'ন্দা লালবাগ বিভাগ ও শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। এ ছাড়া ঢাকা মহানগরীর আইন শৃ'ঙ্খ'লা র'ক্ষা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার ৮৭ জনকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে