মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০, ০৪:৫৩:১৫

শীতে বায়ুদূষণ করোনার সংক্রমণ মারাত্মক করবে: বিশেষজ্ঞদের আশঙ্কা

শীতে বায়ুদূষণ করোনার সংক্রমণ মারাত্মক করবে: বিশেষজ্ঞদের আশঙ্কা

নিউজ ডেস্ক : আগের বছরগুলোর মতো এবারও শুষ্ক মৌসুমে ঘনবসতিপূর্ণ ঢাকা শহর গুরুতর বায়ু দূ'ষণের ক'বলে পড়তে যাচ্ছে। তবে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা সত'র্ক করে দিয়েছেন যে এ বছরের শীতে দূ'ষিত বায়ু করোনা ভাইরাসকে মৃত্যুর হারের বিবেচনায় আরও মা'রা'ত্মক করে তুলতে সহায়তা করতে পারে।

তারা বলছেন, উচ্চ স্তরের বায়ু দূ'ষণের সংস্পর্শ মানুষের শ্বাসযন্ত্র ও রোগপ্র'তিরোধ ক্ষ'মতা দুর্বল করে দেয় এবং কারণ হয় নানা ঠাণ্ডাজনিত রোগের, যা তাদের কোভিড-১৯-এর জন্য আরও সংবেদনশীল করে তোলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি সত'র্ক করে দিয়েছে, যেসব শহরে বায়ু দূষণের মাত্রা বেশি আছে তাদের মা'রা'ত্মক করোনা ম'হামা'রির বি'রু'দ্ধে তৎপরতা জো'রদার করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে বায়ু দূষণের পাশাপাশি ভাইরাস সং'ক্র'মণ নিয়'ন্ত্রণে রাখতে সরকারকে অবিলম্বে কার্যকর প্রতিরো'ধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। তারা আরও বলছেন, আইন প্রয়োগ এবং জনগণকে অনুপ্রাণিত করে সবার মাস্ক ব্যবহার নি'শ্চিত করতে হবে। কারণ, এটিই একজনকে দূ'ষণ এবং কোভিড-১৯ থেকে র'ক্ষা করার সবচেয়ে কার্যকর উপায়।

বায়ু দূষণ এবং করোনা : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, প্রতি ঘন মিটার বায়ুতে বি'পজ্জ'নক সূ'ক্ষ্ম ধুলা ও বস্তুকণা পিএম ২.৫ যদি মাত্র এক মাইক্রোগ্রাম বৃদ্ধি পায় তাহলে সেটি কোভিড-১৯-এ মৃত্যুর হার ৮ শতাংশ বাড়িয়ে দেয়। নেদারল্যান্ডসের আরেকটি সমীক্ষায় দেখা গেছে যে দূ'ষণের সং'স্পর্শে আসার মাত্রায় সামান্য বৃদ্ধি মৃত্যুর হার ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে।

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এক গবেষণায়ও কোভিড-১৯ সং'ক্র'মণের তী'ব্রতা এবং গাড়ির ধোঁয়া বা জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে আসা নাইট্রোজেন অক্সাইড ও স্থল-স্তরের ওজোনের মতো দূ'ষিত বায়ুর সংস্পর্শে দীর্ঘ মেয়াদে আসার মাঝে পারস্পরিক সম্পর্ক পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়'ন্ত্রণ) ডা. বে-নজীর আহমেদ বলেন, ধুলার মা'রা'ত্মক দূ'ষ'ণ, কম আ'র্দ্রতা, কম সূর্যের আলো, ভিটামিন ডি-এর হালকা ঘা'টতি ও দু'র্ব'ল রোগ প্রতিরো'ধ ক্ষ'মতার কারণে মানুষ শীতকালে অন্যান্য শ্বা'সকষ্টের ভাইরাস এবং ফ্লু জাতীয় রোগের মতো করোনা ভাইরাসের প্রতিও খুব সংবেদনশীল হয়ে উঠতে পারে।

তিনি জানান, যেহেতু শীতল আবহাওয়ার সময় আর্দ্রতা প্রচণ্ড হ্রা'স পায় এবং ধুলার দূ'ষ'ণ মা'রা'ত্মক মোড় নেয়, তাই এ সময় কিছু ভাইরাল ফ্লু'র উত্থান এবং শ্বাস প্রশ্বাসের সং'ক্র'মণ বেড়ে যায়। বয়স্ক ব্যক্তিরা এবং যাদের দীর্ঘকালীন শ্বা'সক'ষ্টজনিত সমস্যা রয়েছে তারা শীতের সময় দূ'ষ'ণ এবং করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষ'তিগ্র'স্ত হতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে