শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১, ১১:৩৪:৫৫

নতুন বছরের শুরুতেই এলো বড় সুখবর

নতুন বছরের শুরুতেই এলো বড় সুখবর

নিউজ ডেস্ক : নতুন বছরের শুরুতেই সুখবর এলো। ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারতের বিশেষজ্ঞ প্যানেল। আজ শনিবার (০২ জানুয়ারি) থেকেই দেশটির বিভিন্ন রাজ্যে পরীক্ষামূলক টিকাদান শুরু হবে বলে জানা গেছে।

এদিকে, ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশও শিগগিরই পাবে এই ভ্যাকসিন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। এ প্রক্রিয়ার ফলে দেশে নির্ধারিত সময়ের মধ্যেই ভ্যাকসিন আসার পথ সুগম হলো।

স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানান, ভ্যাকসিন আমাদের দেশে যখন আসবে তখন ডিজিবি এর একটা এনওসি লাগবে। এরপরেই আমরা ব্যবস্থা করতে পারবো। বড়জোর জানুয়ারি মাসটা লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য এমন খবর নিঃসন্দেহে আনন্দের, তবে এখন দরকার ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতিটা সেরে ফেলা।

বিশেষজ্ঞরা জানান, ভ্যাকসিন আসা আমাদের জন্যে বিরাট সুখবর। তবে ভ্যাকসিন প্রয়োগের আগে প্রত্যেক ক্ষেত্রে মাল্টিসেক্টরাল কমিটি বানানো উচিত। তাহলে ভুলগুলো কম হবে এবং মহড়া দেওয়া দরকার। আর টিকা দেওয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ তাদের। প্রতি লটে ৫০ লাখ করে সেরাম থেকে ৩ কোটি ভ্যাকসিন কিনবে বাংলাদেশের বেক্সিমকো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে