চট্টগ্রামে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
চট্টগ্রাম : আজ (৫ জানুয়ারি) চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সব রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এ বিজিবি মোতায়েন করা হয়েছে।
এরমধ্যে চট্টগ্রাম মহানগরে দুই প্লাটুনসহ বৃহত্তর চট্টগ্রামে ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুই দিনের জন্য বিজিবি সদস্যদের মাঠে নামানো হয়েছে।
বিজিবি’র দক্ষিণ-পূর্ব অঞ্চলের পরিচালক (অপারেশন) লে.কর্ণেল এ আর এম নাসির উদ্দিন জানিয়েছেন, ‘৫ জানুয়ারির কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরণের নাশকতা এড়াতে বিজিবি সদস্যরা আজকে ও কালকে মাঠে থাকবে।’
৫ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন