বিএনপির সমাবেশে যে কারণে বাদ পড়ল শরীকরা
ঢাকা : প্লটনে বিএনপির সমাবেশ থেকে বাদ পড়েছে দলটির শরিক দলগুলো। এ নিয়ে শরিকদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। প্রশ্ন উঠেছে কি কারণে বাদ পড়ল শরিক দলগুলো?
তবে সময়ের স্বল্পতা ও নির্দিষ্ট সময়ের মধ্যে মঙ্গলবার বিএনপি ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসের’ সমাবেশ শেষ করতে এবং খালেদা জিয়ার বক্তব্যকে ফোকাস করতে বিএনপিও শরিকদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে মঙ্গলবার মধ্য রাতে জোটের একজন মহাসচিব ক্ষোভ প্রকাশ করে একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘জোটের অনেক শীর্ষ নেতা বিএনপির পক্ষ থেকে কোনো আমন্ত্রণ পাননি বলে আমাকে বলেছেন। আমার দলের চেয়ারম্যানও পাননি। তাই মনে হয় শরিকরা কেউ সমাবেশ থাকছে না। জোটের বিষয়টি হলো: ২০-১৯= বিএনপি।’
তিনি আরও বলেন, ভোট তো একসঙ্গে বর্জন করেছিলাম। তাই অনেক হয়েছে। এবার হয়তো নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নামতে হবে।’
৫ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন