সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১, ০৭:০৭:৩২

গত ছয় মাসে ১০ হাজার কোটি কালো টাকা সাদা করেছেন ৭৬৫০ জন

গত ছয় মাসে ১০ হাজার কোটি কালো টাকা সাদা করেছেন ৭৬৫০ জন

নিউজ ডেস্ক : ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ছয় মাসে ৭ হাজার ৬৫০ জন প্রায় ১০ হাজার কোটি কালো টাকা সাদা করেছেন। এক্ষেত্রে সরকার রাজস্ব পেয়েছে ৯৬২ কোটি টাকা। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এবার ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে এনবিআর। সর্বশেষ হিসাব অনুযায়ী, শেয়ারবাজারে ২০৫ জন কালো টাকা সাদা করেছেন। এনবিআর এর মাধ্যমে আয়কর পেয়েছে প্রায় ২২ কোটি ৮৪ লাখ টাকা। এছাড়া আবাসনসহ অন্যান্য খাতে আরও ৭ হাজার ৪৪৫ জন কালো টাকা বিনিয়োগ করেছেন। এদের কাছ থেকে এনবিআর আয়কর পেয়েছে ৯৩৯ কোটি ৭৬ লাখ টাকা কর পেয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে