সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১, ০৮:৩৬:৩৭

বৃষ্টিপাত সহ একটি তীব্র শৈত্যপ্রবাহে ৪-৬ ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা

বৃষ্টিপাত সহ একটি তীব্র শৈত্যপ্রবাহে ৪-৬ ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা

নিউজ ডেস্ক : বছরের শুরুতেই হঠাৎ জেঁকে বসা শীত জনজীবনে প্রচণ্ড দুর্ভোগ নিয়ে আসে। এছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

জানুয়ারি মাসে এক থেকে দু’টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

রবিবার (৩ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এ তথ্য জানা যায়।

সভায় বলা হয়েছে, চলতি মাসে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাইহকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যস্থানে হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনও কখনও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের সব প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ অব্যাহত থাকবে। এছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে